শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০২ অপরাহ্ন

মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১০৪ বার
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন, সম্পর্কে তারা বাবা-ছেলে।

নিহতরা হলেন- মাহিদুল ইসলাম সুজন (৩৫) ও তার বাবা নুর মিয়া (৬৫)। তাদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানান স্থানীয় এক সংবাদিক।

হ্যামট্রামেক পুলিশ প্রধান জামিল আল তাহেরি বলেন,  একটি সাদা গাড়ির যাত্রীদের সন্দেহজনক মনে হলে টহল পুলিশ তাদের ধাওয়া করে। গাড়িটি পালানোর সময় বাংলাদেশি অধ্যুষিত কনান্ট রোডের ইন্টারসেকশনে দাঁড়িয়ে থাকা সুজনের গাড়িতে আঘাত করে। এতে সুজনের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। সুজনের মৃত্যু হয় গাড়িতেই। তার বাবা নূর মিয়াকে আহত অবস্থায় ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ময়না তদন্তের জন্য লাশ ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতালে রাখা হয়েছে। আঘাত দেওয়া গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত সুজনের শ্বশুর আব্দুল মতিন জানান, অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসার আগে সুজন বাংলাদেশের একটি ব্যাংকে চাকরি করতেন। প্রায় ৪ বছর আগে তিনি এক মার্কিন নাগরিককে বিয়ের সূত্রে সুনামগঞ্জ থেকে মিশিগানে আসেন। তার বাবা নূর মিয়া গত ৪ সেপ্টেম্বর ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন।

নিহত বাবা-ছেলের লাশ জানাজা শেষে সুনামগঞ্জে পাঠানো হবে বলে স্বজনরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...