শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

সেনা ও র‍্যাবের পোশাক পড়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক / ৭৭ বার
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরিধান করে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৩ অক্টোবর) বাহিনীটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন বেসামরিক নাগরিক। এ ঘটনায় র‍্যাবের কেউ ছিল কি না তা তদন্ত চলছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

র‍্যাব আরও জানায়, অভিযানে নগদ ৭ লাখ টাকা, কিছু স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

এর আগে, শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলাটি দায়ের করা হয়। মামলায় ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে মোহাম্মদপুরে তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। একপর্যায়ে তারা ওই বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ডিএমপি জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...