• সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে বাদ পড়া প্রধান শিক্ষকদের মানববন্ধন


Warning: Undefined variable $default in /home/newsbanglawebs/public_html/news16/wp-content/themes/banglanews/single.php on line 32
rahad / ৫৬ বার
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বাংলাদেশ জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় গেজেট থেকে বাদ পড়া প্রধান শিক্ষক ঐক্য জোট এ দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে জাতীয়করণের পূর্বে তৎকালীন সময় জারিকৃত গেজেট ও পরিপত্রের প্রদত্ত ক্ষমতাবলে এসএমসি কর্তৃক প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়ে মেধা, শ্রম ও দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে দীর্ঘদিন যাবত উক্ত বিদ্যালয়সমূহে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি।

এর মধ্যে ৫১০০ জন প্রধান শিক্ষক অদৃশ্য ইশারার কারণে গেজেটভুক্ত হতে পারেননি। ওই প্রধান শিক্ষকরা বৈষম্যের শিকার। গেজেট ভুক্ত না হওয়ায় সংক্ষুব্ধ প্রধান শিক্ষকদের পক্ষে আদালত ইতিমধ্যে মামলার রায় প্রদান করেন এবং মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত গেজেট, প্রজ্ঞাপন ও নীতিমালা এবং পরিপত্রের আলোকে ‘প্রধান শিক্ষক’ পদে গেজেট পাওয়া আমাদের সাংবিধানিক অধিকার।

এসব দাবি তুলে বঞ্চিত প্রধান শিক্ষকদের গেজেটভুক্ত করে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তৃতা করেন, সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব খ.ম হুমায়ুন কবীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, শিক্ষক নেতা মোঃ এমদাদ হোসেন, আতিকুর রহমান খোকন, মোঃ দেলোয়ার হোসেন, মিনারুজ্জামান মিন্টু, প্রতাপ চন্দ্র দাস, হাফিজুর রহমান খান, আঃ মালিক মামুন, মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী, মোঃ মনির হোসেন, মোঃ আশরাফুল কবির হোছাইনী, মোঃ আবু হানিফা, মোঃ রইচ উদ্দিন, কামরুজ্জামান আজিম, মোঃ হারুন শাহ্, মোঃ হেমায়েত হোসেন, শহিদুল ইসলাম, জিয়া উদ্দিন বাদল, নাজিফা সুলতানা, আলাউদ্দিন মানিক, আক্তার হোসেন, গোলাম রব্বানী, মোস্তফা উদ্দিন, এমরান হোসেন, আব্দুল বাসেত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..