• সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
  • English Version

দেড় মাসের জন্য ছিটকে গেলেন অ্যালিসন

স্পোর্টস ডেস্ক / ৬০ বার
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ফিকশ্চারে লিভারপুলের সামনে রয়েছে বেশকিছু হাইভোল্টেজ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়্ন্স লিগের এসব ম্যাচের আগে বড় দুঃসংবাদই পেতে হলো লিভারপুলকে। ইনজুরিতে পড়ে দেড় মাসের জন্য টিটকে গেছেন ক্লাবের ফার্স্ট চয়েজ গোলরক্ষক অ্যালিসন বেকার।

হ্যামস্ট্রিং চোটের কারণে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অ্যালিসনকে। সে হিসেবে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ব্রাজিলিয়ান এই গোলরক্ষককে মিস করবে লিভারপুল।

গত শনিবার প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েন অ্যালিসন। ম্যাচের ৭৯ মিনিটের ওই চোটে মাঠই ছাড়তে হয়েছিল এই তারকা গোলরক্ষককে।

ইংলিশ সংবাদমাধ্যমে ডেইলে মেইলের খবরে বলা হয়েছে, চোট কতটা গুরুতর, সেটি জানতে অ্যালিসনের শরীরে স্ক্যান করা হয়। পরে হ্যামস্ট্রিং চোট ধরা পড়ে। যে কারণে তাকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

অ্যালিসনকে ছাড়াই প্রিমিয়ার লিগের ৪টি, চ্যাম্পিয়ন্স লিগের ২টি ও কারাবাও কাপের একটি ম্যাচ খেলতে হবে লিভারপুলকে।

প্রিমিয়ার লিগে লিভারপুরের ম্যাচগুলো হলো চেলসি, আর্সেনাল, ব্রাইটন ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের দুটি ম্যাচ আরবি লাইপজিগ ও বায়ার লেভারকুসেনের বিপক্ষে খেলবে অল রেডরা। আর কারাবাও কাপে আর্নে স্লটের দলের প্রতিপক্ষ ব্রাইটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...