• সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • English Version

‘শাকিব-চৌহানের দরদ বিশ্বরেকর্ড গড়বে’

নিজস্ব প্রতিবেদক / ৫৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’। আগামী ১৫ নভেম্বর সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিয়েছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, সেন্সর বোর্ডের সদস্যদের কয়েকজন সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। শাকিব খানের অভিনয় তাদের ভালো লেগেছে, সেটাও জানিয়েছেন। সার্টিফিকেশন বোর্ড থেকে অনেকের প্রশংসা পেয়েছি, যা আমার জন্য আনন্দের। ‘দরদ’ সিনেমার কিছু বিষয় সারাবিশ্বে রেকর্ড করবে এটা আগেই বলে রাখছি। যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে। একমাস প্রচারণার সুযোগ পাচ্ছি, আশা করছি দারুণ কিছু হবে।

গেল ঈদুল আজহার দিন ‘দরদ’ সিনেমার টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্প এই সিনেমার টিজার নজর কাড়ে। দেড় মিনিটের টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও সাসপেন্স চোখে পড়ে।

শাকিব খান, সোনাল চৌহান ছাড়া ‘দরদ’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেবসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...