সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

‘আপনারা সাবের হোসেনকে ভদ্রলোক ভাববেন না’

নিজস্ব প্রতিবেদক / ৭৮ বার
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সাবেক বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিন বাতিলের আবেদন জানিয়েছেন শহিদ পরিবারের সদস্যরা।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘খুন ও গুমের শিকার শহিদ পরিবার’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। এ সময় সাবের হোসেন চৌধুরীর ফাঁসির দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সাবের হোসেন চৌধুরীর ফাঁসি দেখতে চাই। এজন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই সাবের হোসেনকে আবার গ্রেফতার করা হোক। তাহলে আমরা ভাববো আপনারা নিরপেক্ষ সরকার।

খিলগাঁও থানার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির বাবা ইয়াকুব আলী বলেন, আমার ছেলে কী অপরাধ করছিল যে তাকে মেরে ফেলতে হলো? আমার ছেলে রাজপথ কাঁপানো আন্দোলন করত এটা উনার (সাবের হোসেন চৌধুরী) সহ্য হয়নি। এজন্য আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার ছেলের হত্যাকারী (সাবের হোসেন চৌধুরী) পাঁচ দিনের রিমান্ড থাকার পরও কিভাবে কারামুক্ত হয়ে যায়? আমার সন্তানের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি রাজপথে থাকব।

তিনি আরও বলেন, আমি এই সরকারের কাছে জানতে চাই আপনারা কার নির্দেশে চলছেন? আমরা জানতে চাই, কিভাবে সে কারামুক্ত হয়ে গেল? প্রয়োজনে আমরা আবার এ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামব। আপনারা যখন ক্ষমতায় এসেছিলেন তখন আমরা ভেবেছিলাম আমরা বিচার পাব; কিন্তু আপনারা এটা কোন বিচার করলেন?

প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্দেশ করে সমাজকর্মী ইউনুস মৃধা বলেন, আমরা প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছে জানতে চাই, যে হাত আজকে এত রক্তে রঞ্জিত সে কিভাবে জেল থেকে বের হয়ে আসে? কিভাবে ৬-৭টা হত্যার আসামিকে একদিনের মধ্যে জামিন দেওয়া হয়? এটা কি আমরা মেনে নিতে পারি? এটা আমরা মেনে নিতে পারি না।

সরকারকে উদ্দেশ করে মাসুদ আহমেদ মিলন নামের একজন বিএনপি কর্মী বলেন, খুনের মামলার আসামি যদি দুদিনে বের হয়ে যায় তাহলে বাকি খুনিরাও একই রেফারেন্স দিবে। তিন খুনের আসামিকে আপনারা কিভাবে মুক্তি দিলেন? আপনারা সাবের হোসেনকে ভদ্রলোক ভাববেন না। আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। নাহলে আমরা ১৬ বছর আন্দোলন চালিয়ে গিয়েছি, এখনো চালিয়ে যাব। আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করতে বাধ্য হব।

প্রসঙ্গত, সাবের হোসেন চৌধুরী সর্বশেষ সংসদে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...

Warning: Undefined variable $themeswala in /home/newsbanglawebs/public_html/news20/wp-content/themes/newsdemoten/single.php on line 246

Warning: Trying to access array offset on value of type null in /home/newsbanglawebs/public_html/news20/wp-content/themes/newsdemoten/single.php on line 246