সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

মার্কিন আদালতে বড় ধাক্কা খেল গুগল

নিজস্ব প্রতিবেদক / ৯২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

অ্যানড্রয়েড ফোনে গুগলের একচেটিয়া বাজার নিয়ে সরব হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। এর আগেও গুগল সার্চ ইঞ্জিন নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্রের আরেকটি আদালতের জাজ। এদিন আদালতের জুরি গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছে।

ডয়চে ভেলে জানিয়েছে, অ্যানড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ নামানোর ক্ষেত্রে গুগল নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করে ফোন কোম্পানিগুলোকে। তিন বছরের জন্য কোম্পানিগুলো ফোনে গুগলের তৈরি অ্যাপই কেবলমাত্র ‘বাই ডিফল্ট’ হিসেবে ব্যবহার করতে পারে। অর্থাৎ, ওই অ্যাপগুলোই ফোনে ‘ইন-অ্যাপ’ হিসেবে ব্যবহার করা যাবে। গুগলের প্রতিদ্বন্দ্বী অ্যাপ সংস্থাগুলো এই সুযোগ পায় না। এই ব্যবস্থার বিরুদ্ধেই রায় দিয়েছে মার্কিন আদালত।

বিচারক একটি তিন সদস্যের পর্যবেক্ষক দল তৈরি করার নির্দেশ দিয়েছেন। যারা গুগল আগামী দিনে একই কাজ করছে কি না, তার দিকে নজর রাখবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই রায় কার্যকর হবে বলে জানিয়েছে আদালত। কিছু কিছু ক্ষেত্রে ১ জুলাই পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। গুগল যাতে একচেটিয়া ব্যবসা করতে না পারে এবং প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো যাতে সমান সুযোগ পায়, সেদিকে লক্ষ্য রাখতে বলেছে আদালত।

বিশ্বের প্রায় ৭০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন। সেখানে গুগলের একচেটিয়া বাজার। সার্চ ইঞ্জিন থেকে অ্যাপ-সর্বত্রই গুগলের আধিপত্য।

গুগল জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবে। আদালতের রায় যদি কার্যকর করতে হয়, তাহলে তার নেতিবাচক প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভোক্তাদের ওপর। কারণ এই পরিবর্তন করতে গেলে বিপুল বদল ঘটাতে হবে।

গুগলের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যানি মুলহল্যান্ড জানিয়েছেন, আমরা আপিল করবো। ব্যবহারকারীদের যাতে সুবিধা আমরা সেভাবেই কাজ করবো। উপভোক্তাদের সমস্যার মুখে ফেলতে চাই না আমরা।

অ্যানড্রয়েড সংস্থাগুলোকে এখন একটি শর্ত দেয় গুগল। হোম পেজে তাদের অ্যাপ স্টোর রাখতে হবে এবং গুগল অ্যাপগুলো প্রি ইনস্টল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...

Warning: Undefined variable $themeswala in /home/newsbanglawebs/public_html/news20/wp-content/themes/newsdemoten/single.php on line 246

Warning: Trying to access array offset on value of type null in /home/newsbanglawebs/public_html/news20/wp-content/themes/newsdemoten/single.php on line 246